একটা স্বপ্ন নিয়ে এগিয়ে যায় কবি
তোমাকে ছুয়ে দেখার অনবদ্য ইচ্ছা যদিও
অনেক দূরে তুমি
অনিন্দ্য সুন্দরে পরাজিত হবে ভেবে স্বপ্ন
এসে ভর করে মনে
তুমি এতো দিন কোথায় ছিলে
প্রশ্ন করে কবি?


হয়তো তোমার মাঝে খুঁজে পায়
কবির সুনন্দিতাকে;
কবিও প্রেমিক পুরুষ সেজে নিবেদন করে
তোমার কাছে-
আমাকে গ্রহণ করো সৃজনে মননে হে দেবী।


অবিনাশী প্রেমে যেমন পরাজিত হয়
ভালোবাসার প্রশান্তির পূণ্যতায়
তুমি অসাধারণ অনিন্দ্যময়ী
একটা স্বপ্ন আছে স্বপ্নময় রাতের সাহসী
স্বপ্নের মতো তোমাকে আবিস্কার করেছিলো
কবি ও কবিতা,
তুমি ভেবে দেখো
যদি গ্রহণ করো সৃজনে মননে হে দেবী
হে অবিনাশী।


আজ আর অনুযোগ নয়
শুধু নিবেদন করি অনিবার্য পরিণতি হবে
শুদ্ধস্বরের উচ্চারণে-
যদি গ্রহণ করো।


আজ কেন এমন হল কবিতার মতো
উচ্চারিত সুনিপুণ কাব্যে
তুমি সুন্দর তাই পরাজিত হবার
ভয় নেই
বলে এগিয়ে আসে কবি ও কবিতা
গ্রহণ করো হে দেবী।


কবিতার মতো এসো প্রিয়তমা
স্বপ্ন মাখা সূর্যের সাথে তাল মিলিয়ে
দাও আলো ঘুচাতে অন্ধকার দূর করো
আমাদের মনের অন্ধকার।


হে দেবী হে প্রিয়তমা
সত্যিই সুনন্দিতা হবে তুমি
স্বপ্ন এবং বিশ্বাস রেখো
স্বপ্নময়ী আগামীর প্রত্যাশায়
তুমি জয়ী হও
একটি বন্ধ জানালা খুলে
যে আলো আসে
সেই আলো নিয়ে এসো।