কবি যখন প্রেমিক তোমার চোখের
তুমিই কবির কবিতা;
যার চোখে
কবি দেখেছিল সমুদ্র!
অনাবিল ভালোবাসাময় কাব্যে
কবিও হতে চাইলো প্রেমিক;
বিশ্বাসে এঁকেছিলো
অবিনাশী প্রেম কবিও
আজ প্রেমিক তোমার মুখশ্রীর প্রেমে।


যদিও তুমি কবির সীমানা থেকে দূরে
কতটা দূরে গেলে
সুখময় বায়াস এসে লেগেছিল ক
বিতার গায়ে
ছুঁয়ে দিয়ে অবিনাশী প্রেম
তুমিই প্রেমিকা হয়ে আসো
কবির কবিতায়।


কবির অসামান্য প্রেম শুধুই বুঝে
তার অমর কবিতা
এখানে প্রেম এসে পরাজিত হয়
সবসময়
লুকিয়ে আসে কবিতার
প্রতিটি ভাজে ভাজে।


তোমার চোখের প্রেমে কবিই
দেখেছে সমুদ্রের ক্ষত
বুঝে নিয়েছিল লজ্জাজড়িত সুখ
লুকানো শরীরে ছুঁয়ে দেয়া বিশ্বাসে
আজ নতুন করে হয় পরাভূত কবি আর
তার কবিতা তোমার চোখের প্রেমে?


...................
সাপটানা সড়ক,
বাহাদুর মোড়,
লালমনিরহাট
২৭.০৫.২০২০