কবিতা এখন বিপ্লবী হয়ে যায় সুনন্দিতা
বিপ্লবী হয়ে এনে দিবে প্রান্তিক জংগোষ্ঠিকে সোনালি সূর্য
রাজপথে কখনো হয়ে যাবে মিছিল
প্রকম্পিত করবে আকাশ বাতাস,
কবিতা এখন বিপ্লবী শানিত শ্লোগানে শান্তির গানে পৃথিবীময়,
কবিতা এখন বিপ্লব করে সাম্প্রতিকতার বিরুদ্ধে
কবিতা শিশির হয়ে ঝড়ে প্রশান্তি সাম্যের বাতায়নে।


কবিতা কখনো কখনো সংগ্রামের সোপান হয়ে সংগ্রামী চেতনাকে জাগ্রত করে সাধারণ মানুষের মুক্তির পথ দেখায়, জ্যোৎস্নার প্লাবনে ভিজিয়ে দেয় প্রশান্তি আনে মিটিয়ে তৃষ্ণা, অবিরাম জীবন জয়ের গানে সংগ্রামকে সত্যি করে তোলে,
কবিতার উচ্চারিত শব্দ মন্ত্রের মতো প্রাণকে আন্দোলিত করে এনে দেয় শ্বাশত শান্তি।