বৃষ্টির কোন স্বার্থপরতা নেই নীলাঞ্জনা
ঠিক যেন তোমার মতো!
অবিনাশী কবিতা প্রগাঢ়তা খুঁজে ক্লান্ত হয়নি যেমন কবি তোমাকেও আবিষ্কার করেছিল পরম ভালোবেসে
কবি ও কবিতা এক এবং অদ্বিতীয়
কবির সাধনা যেমন জয়ী করে মানুষ প্রকৃতি, কবি ও কবিতা কোন নষ্ট কাজে নেই।
তুমিও ঠিক অবিনাশী কবিতা
কবির মননে সৃজনে কি অসাধারণ সুন্দর করে তোমাকেই আবিষ্কার করেছিল পাঠক মনে। কবিরও কষ্ট আছে আছে বিরহী বাতাস;
স্পর্শ অনুভূতির জন্ম হলে পুড়ে যায় মন
অগ্নিগর্ভ লেলিহান দাবালনের মতো উচ্চারিত কবিতা প্রেম ও প্রেমময় ভুবনে
অবিনাশী প্রেমের অনন্য প্রকাশে সুনির্মল উচ্চারণ কবিতা, ভালোবাসা ও সুনির্মল সুভাষিত
অনিন্দ্য আয়োজনে অনাবিল প্রশান্তির নাম কবিতা।



সম্পাদনা
___________
২৭.১২.২০২১