তোমার নিমন্ত্রণে গিয়েছি তোমার শহরে, অচেনা নগরী অচেনা মানুষ কেউই চেনা নয় শুধু তোমার নিমন্ত্রণ, কত পথ পাড়ি দিয়ে ছুটে এসেছি, নিমন্ত্রণ দিয়েছিলে তুমি।
কিন্তু আমার ভাবনাকে ভুল করে দিয়ে সবাই আপন করে নিয়েছে অসাধারণ আয়োজনে বেধে দিল আমাকে, আসলেই কেউই নয় অচেনা নয় সবাই আত্মার আত্মীয় কি মায়ায় জড়িয়ে নিলো আমায়।
এভাবে নিজের করে তোমাদের পেয়ে আমিও হৃদয় দিয়ে উপলব্ধি করেছি ভালোবাসা সে এক অবিনাশী পাওয়া যায় শেষ বলে কিছুই নেই! তোমরা সেই ভালোবাসায় বেধেছো উজার করে দিয়ে ভরিয়ে দিয়েছো।
যখন ফিরে আসছিলাম তোমাদের কাছ থেকে চোখে জল এসে গিয়েছিল মনে হল কি যেন বিষাদ পেয়ে বলেছে, কি মায়া ভালোবাসা তোমরা দিয়েছিলে, ফিরে আসছি আর তোমাদের খুব উপলব্ধি করছি ভালোবাসা আসলেই এরকম যার শেষ নেই সে যে অবিনাশী, সত্যিই তোমার নিমন্ত্রণ করেছে প্রাণবন্ত।