দুঃখ গুলো লুকিয়ে রেখে
আমরা নিজেই সঙ সাজি
সাজতে চাই কোথায় সাজতে হয় সঙ।
জীবন এক নাট্যমঞ্চ এখানে
সবাই কমবেশি অভিনেতা
আর তুমি না হয় বিরাট
অভিনেতা।
হয়েই অভিনয় করলে
আমরা সবাই মুগ্ধ হয়েই
উপভোগ করলাম!
অথচ কেউ তোমাকে
দেখতেই পেল না।
কষ্টকে হৃদয়ে আলিঙ্গণ
করে সুখকে দেখালে তুমি;
এভাবেই যায় জীবন নিয়ে
যেতে হয় চলমান জীবনে
জীবন নদীর মত আর নদী
জীবনের মত
আমরা সবাই প্রবাহিত নদীর
মত।