কতদিন পর ফিরে এলে তুমি
ফিরে এলেই যদি তবে কেন অভিমান অনুযোগ
এলেই যদি অভিমান ভুলে এসো
এসো কাদামাটি জলে ভেজাও পা
মেখে নাও শরীরে প্রিয় মা-মাটি
তিলক লাগাও কপালে
দেখ তোমার অপেক্ষায় ছিল পথ চেয়ে
গ্রামের বধু
প্রান্তিক কৃষক কিষাণী
কলের শ্রমিক
নদীর দক্ষ মাঝি...
তুমি এসেই যদি থাক
মিসে যাও কাদামাটি জলে ক্ষেতে জমিতে।
এসো বাইরে এসো
দেখ
জেগে উঠেছে মানুষ বিপ্লবী চেতনায়
জেগে আছে পিতামাতা তোমারি অপেক্ষায়।