স্পর্শে অনুভূতির জন্ম হলে কামনারা ভর করে হৃদয়ে বেড়ে যায় রক্তের প্রগাঢ়তা তখনতো অন্যরকম হয় অনুভূতি, রক্তে লাগা আগুন জ্বলে দেহে, অনুভূতি জেগে উঠে প্রগাঢ়ভাবে জয়ী হয় তখন সময়।


লুটেরার মতো কি যেন লুট করে নিয়ে যায় যদিও অভিযোগ নয় এতো প্রশান্তি ছুঁয়ে দেয় মনে শরীরের প্রতিটি ভাজে, আনন্দিত হই এভাবেই এসো আর লুট করো না হয় আমার সমস্ত।


স্পর্শে পুড়ে যায় মন আর তুমি যদি হয়ে যাও নুয়ে পড়া লজ্জাবতী লজ্জারই যদি জয় হয় তবে কেন স্পর্শে আগুন জ্বালাও?
লাজুকলতা ভেঙ্গে দেবো লাজুকতা জয়ী হউক প্রগাঢ় সময়।