মাঠে-ঘাটে বৃষ্টির জল
দূরান্তর চেয়ে কৃষাণী
অপেক্ষা প্রিয়তম স্বামী।


মহাসিন্ধু জয় করে যুবতী
যুবক ক্লান্ত পরিশ্রান্ত সামনে
অন্ধকারময় একটু আলো।


জীবনের গান কেন যে আজ
আগের মতো গাইতে
পারেনা; যুবক ব্যথিত
লজ্জিত লজ্জায় লুকায় মুখ
স্নেহের আঁচলে।