কি করে ভুলে থাকা যায় যদি
সেটি শিখিয়ে দিতে তাহলে
আমিও ভালো থাকবার চেষ্টা
করতাম, কবিও কবিতা
যেমন মিশে থাকে অবিনাশী
ভালোবাসায় ঠিক তেমনি
আমিও মিছে গিয়েছিলাম
তোমার সাথে অনন্ত পথে
ভালোবাসায় আর বিশ্বাসে।


সব ভুলে গিয়ে যদি
ভালোবাসা শেষ হয় তাহলে
প্রেমের সমাধি হয়ে যেত
কিন্তু ভালোবাসা কখনো
শেষ হয়না অবিনাশী যে
ভালোবাসা অবিরত থাকে
দেহে মনে অস্তিত্বে,
ভুল ভেবে ভুল যেনে নিজেই
নিজেকে করছো অপমানিত,
লঙ্ঘিত করছো প্রেম এবং
কবির কবিতাকে।