যে রাতে পরম স্বপ্নে এসেছিলো শুভ্র বাতাস
সে বাতাসে আমি খুঁজে নিয়েছি অনাবিল সুখ
ছিল শান্তি প্রগাঢ়ভাবে।


তোমার লিপষ্টিক লাগানো ওষ্ঠে ছিল
আবেগময় হাসি।
বিছানায় চাঁদরে হয়তো ছিল লাল রক্তেরচাপ
পাপি ভেবে দূরে সরিয়ে দেইনি
সেই স্বপ্নকে;


ভালোবাসায় কোন পাপ থাকতে নেই;
ভালোবাসা যে অবিনাশী -
প্রেমে পাপ বলে কিছু নেই
যে প্রেম অন্তযামী সর্গময়ী।


অবিনাশী প্রেমে এসেছিল প্রেম
তাঁকে কি করে সরিয়ে রাখি
পরম যত্নে লুকিয়ে থাকে
আমার অনন্তকাল বুকের মাঝে।


চা বাগানের বিশাল অট্টালিকা কিংবা
মাধবকুণ্ড ঝর্নার জলে
ছুঁয়ে যাওয়া প্রশান্তি  তাও রেখেছি লুকিয়ে।


স্মৃতির শহরে
হয়তো লুকিয়ে আছে পদচিহ্ন
আমাদের হেটে যাওয়া পায়েরছাপ।


আর-
দেয়ালে সেটে আছে ইলোরার রঙে আমার দেয়া তোমার কপালে চুম্মন চিহ্ন
খুঁজে দেখ?
ভালোবাসা ফুরায় না কখনো
হয়না তার শেষ
সেই রাতের স্বপ্ন যা কখনো মুছে যায়না!