মুক্তিযুদ্ধ হয়েছে যখন
আমার জন্ম হয়নি তখন
এই গল্প-
শোনা মায়ের মুখে-
বীর বাঙালী খালি হাতে
লড়াই করে দিনে রাতে
পাক সেনাদের
দিয়ে ছিলেন রুখে!


যে পতাকা উচিয়ে ধরি-
এবং বিজয় মিছিল করি
আমার ভা’য়ের
রক্তে সেটা কেনা-
তাঁর সৌধে শ্রদ্ধা জানাই
পবিত্রতার ষোল আনাই
ফুলে সাজাই
গোলাপ হাসনাহেনা।