সিক্ত ঘাস চুষে দেয় শিশির
বিন্দু চারপাশ ঘিরে উঠে
আনন্দ বাতাস,
যুবক হয়ে উঠে প্রাণবন্ত,
হাসি তখন যুবতির মুখে
তখনই ঝরে কুয়াশা
আনন্দিত হয়ে দুজন।


মাধুকরী মন ছুঁয়েছিল জল,
কামনা দীপ্ত দুজন রক্তের
প্রগাঢ়তা বেড়ে
ক্লান্ত হলেও জমিতে চাষ
করে লাঙ্গল
জন্ম হয় নতুন ফসলের।


প্রশান্তির সুরে গান আসে
ভালবাসা তখন ঝরে চারিদিকে
তাদের মুগ্ধতা মিলিয়ে যায়
তবুও কুয়াশা শিশির হয়ে
ভিজিয়ে দেয় সমস্ত ঘাস জয়
করে পরম সত্যকে।


______
সম্পাদনা
২৭.০৬.২০২৩