সাবানের প্যাক খুলে ঘ্রাণ
যেন ফুল আর ফুলে লোহিত,
মুখোমুখি শুভ্রতা, কামনা
আসে সামনে লুটিয়ে
পরি মেঝে, সফেদ ফেনা
গালে দেয় চুম্বন, সাবান আর
তুমি মাঝে শুধু আমি
মাখামাখি।  


সাওয়ার নেমে বৃষ্টির জল
আমি সাবানের গন্ধে মাখিয়ে
তোমাকে আবিষ্কার করি,
লজ্জাবতী নারী যেন ছুঁয়ে
শরীর রক্তে লাগায় আগুন,
সাবানের গন্ধ মোহিত
করতেই তুমি এখন সীমানায়।