শুধু চোখ দিয়ে দেখে কি ভালোবাসা অনুভব করা যায়, ভালোবাসা বুঝতে হলে ভালো একটা মন থাকাটাও জরুরি, সেটা কি ছিল তোমার কখনো? সময় হলে কাছে ডাকো লুট করো আমার সমস্ত যেখানে ইচ্ছা অনিচ্ছার দাম কি দিয়েছো কখনো।


চাপিয়ে দেয়া সিদ্ধান্ত সবসময় চাপিয়ে দিয়েছো, ভেবেছো মেয়েমানুষ তার আবার ইচ্ছা অনিচ্ছা; সংসার নামক যাঁতাকল আমায় বেঁধে রেখেছে যেন পায়ে পড়িয়ে দিয়ে শিকল, আমিও মানুষ আমারও স্বাধীনতা আছে সে কি বিশ্বাস করো? লালসার চোখে দেখলে মানুষ ভাববে কখন।


অমানুষদের কি চোখ থাকে, তোমরা যে আজন্মই অন্ধ আর মন বলে কিছু সেটা থাকবে বা কি করে! বাবা মায়ের আদরে মেয়ে কতনা স্বপ্ন দেখে বেড়ে উঠে এক সময় ভাবে আমিও সমাজে অবদান রাখবো গড়ে তুলবো এ সমাজ কিন্তু তার স্বপ্ন শুধু স্বপ্ন থেকে যায় এখন যে পরাধীন স্বাধীনতা বলে আর কিছুই নেই।


কতরাত ঘুমহীন চোখের জলে শেষ হয় রাত উঠে নতুন সূর্য কিন্তু আমার কাছে দিনগুলোকে অন্ধকার মনে হয় আলোহীন শুধুই অন্ধকার, কোথাও আলো নেই পরাজিত হয়ে বুঝি শেষ হবে জীবন তাই মানুষ হিসেবে তোমাদের মেনে নিতে বড়ই কষ্ট হয় আর মন সেটাতো তোমাদের নেই আছে শুধু লালসা যেটা নিয়েই মানুষ ভাবো নিজেদের।