যাকে তোমরা নষ্টা বলে
তাড়িয়ে দিচ্ছো, বলছো নষ্টা,
সেকি আসলেই নষ্টা?
এরকম প্রশ্ন ছুড়ে দিলে
তোমরা ভালভাবে নিবেনা
সেটাও জানি,
মানুষ কি নষ্টা হয়!
কিন্তু তুমি এবং তোমরা যে
সেই নষ্টামি করছো, রাতের
অন্ধকারে সেই নষ্টাকে নিয়ে,
তখন কি তোমরা নষ্ট নও?


মানুষ পঁচে কখন! মানুষ যখন
মানুষ থাকেনা পশু হয়ে যায়,
তোমরা কি তবে সেই পশু?
নষ্টা বলে যাকে তাড়িয়ে
দিচ্ছিলে --আমি যদি বলি সেই
প্রকৃত মানুষ, তাদের তখন আমি
মানুষ বলি;
নষ্টা বলে যাদের অপমান
করছো তাঁরা মানুষ, অধিকার
তাঁদেরও আছে,
নষ্টা বলে চাপিয়ে দেয়া
তোমাদের শব্দ, সঠিক হতে
পারেনা।


রাতের অতিথি সেজে যখন
তোমরা মনোরঞ্জন করো,
আবার দিনে তোমরাই
তাঁদের বলো নষ্টা! কি
আওয়াজ তোমাদের,
তোমরা বিদ্রূপ
কর সেই মানুষদের!
তোমাদের দেখে সেই
মানুষগুলোর কষ্ট হয়। হ্যাঁ
সত্যি ওদের কষ্ট হয়! আর
যাই হোকনা কেন এইসব
তোমাদেরই তামাশা,
তাঁরা এ তামাশা
মেনে নেবে কেন?
মানুষ কখনো নষ্টা নয়।
মানুষ তারাও
কেন সেটি মেনে নিতে কষ্ট হয়
তোমাদের।।