মানুষ কী তাকে বলবে সুনন্দিতা!
নিজের সুখ খুঁজে নিজেই আত্মকেন্দ্রিক হয় মানুষ
যে নিজের সংসারে সাম্য আনার চেষ্টা করেনি কোনদিন সে আজ গাইতে চায় হয়ে উঠে সাম্যের গায়ক!
বড় কষ্ট হয় এই ভেবে আত্মকেন্দ্রিক নিজেই হয় সমাজ সংসার আর দেশের একজন অসাধারণ মানুষ!!
যার দায়িত্ব ছিল পিতামাতা ভাইবোন সমাজ সংসারের একটু দায়িত্ব নেওয়া; সে হতে চায় সাম্যবাদের স্বপ্নবান মানুষ!
মিথ্যাচরণ যার হয়ে স্বপ্নের ভিত্তি সে কি করে চালায় সমাজ সংসার?
মানুষ হলে কি মানুষ হওয়া যায়?
যদি মানুষের মতো আচারন না করে তাকে তুমি কি বলবে সুনন্দিতা;
অবিরাম যুদ্ধযুদ্ধ খেলা মিছে স্বপ্নময় মানুষ সাজে সমাজের একজন হতে চায় তাকেও তুমি কী মানুষ বলবে?
যদিও প্রতিদিন প্রশ্নের জন্ম হবে কিন্তু উত্তর কে দেবে!