নীপা
বসন্ত বাতাসে ফিরে আসে প্রেম কতটা বিরহ বিলাপে, তুমি কি অনুধাবন করতে পারো? ভালোবাসায় যদি থাকে বিরহ তবে তা হয় প্রগাঢ়,
প্রেম তবে বিরহী বাতাসে শোনায় চির বসন্ত।


নীপা
স্বপ্ন এবং বাস্তবতায় ছুঁয়ে যায় বসন্তের গান এখানে তুমি ঢেলে দাও প্রেম সুধা মনের কোনে অবিনাশী প্রেমে, বসন্ত বাতাসে ফাগুনের আবেশে ভেসে উঠে গান,
অনিন্দ্য আয়োজনে প্রেমময় মাতাল হাওয়ায়।