হে দেবী নীলাঞ্জনা
মেঘে ঢাকা আকাশে সূর্য খুঁজে
লাভ নেই জানি
তবুও অপেক্ষা যদি সূর্য উঁকি দেয়
যদি আসো আসে; অপেক্ষা যে
বড়ো স্বপ্ন দেখায়!
অমাবস্যার অন্ধকারে চাঁদ খুঁজে
ক্লান্ত হইনা যদি চাঁদ উঠে
জ্যোৎস্নার প্লাবনে অবগাহন যদি
করতে পারি।
তুমি কখনো বা সূর্য আবার কখনো
চাঁদ
অপেক্ষায় রাখো অবিনাশী
কবিতার মতো।
স্বপ্ন দেখালে তুমিই
আবার সেই স্বপ্নের পথে এগিয়ে যায়
একজন প্রেমিক পুরুষ
যে স্বপ্নের সোপান তুমিই
কবি ও কবিতাকে দিয়েছিলে।