নীলাম্বরী আজ আবার কোন নতুনত্ব এলে দিলে মনে
যখন বিশ্বাসে বাঁধি আমাদের জীবনপথ এখন মনে হয় সত্যিকার ভালোবাসা প্রিয় মানুষের জীবনবোধে খুবই দরকার
দূরে থেকে সবসময় জয়ি হওয়া যায় কী?
ভূলে থেকে লাভ কি বল, মানুষ মানেই স্বপ্ন
স্বপ্নই জীবন্ত আর তুমিই জীবননদী আমাদের জীবনে প্রবাহিত।।
কবেকার বিদিশা তোমাকেই কাছে ভেবে পাড়ি দিল জীবনপথ আজ সে স্বপ্নবান মানুষ অনেক ক্ষেতি যশ সে চিনেছিল জীবন আর তুমি দেখিয়েছো স্বপ্ন যদিও অনেক বড় কোন স্বপ্ন নয়!
একেবারে সাদামাটা ; একটুকরো স্বপ্ন কিংবা আমাদের একখণ্ড জমির মত!
সেই স্বপ্নের পথে তুমি আছো আছে তোমারি প্রিয় স্বজন আর সেই জন
এখনো তোমার অপেক্ষায় থিক যেন ইলোরা'র মতো।।