নীলাঞ্জনা
তুমি কষ্ট পেলে আমারও যে স্পর্শ করে মনের গহীনে ব্যথিত করে মন উদ্বিগ্ন হয়ে পরি, তবে আমার কষ্টগুলো তোমাকে স্পর্শ করুক এটা আমি চাইনি কোনদিন।


নীলাঞ্জনা
অবিনাশী পথ এখানে একা সবাই জয় করতে হয় সমস্ত পাড়ি দিতে পথ, অন্ধকারময় হলে পথ আলো জ্বালিয়েও চলা যায় নিশ্চিন্তে কিন্তু মনে যদি অন্ধকার স্পর্শ করে তবে আলোহীন হয়ে যায় চারপাশ।


নীলাঞ্জনা
সবকিছু স্বপ্নিল হবে এটা আশা করা ঠিক নয়, অনামিসা যদি হয় স্থায়ী তাতে বিপদ বাড়ে বৈয়ী কমেনা, সবকিছুর জন্য নিজেকে তৈরি করতে হয় জীবন যে যুদ্ধময়, তুমি কষ্ট পেলে কষ্টরা আমাকেও স্পর্শ করে।


নীলাঞ্জনা
এসো টুকরো টুকরো স্বপ্নকে মিলিয়ে পথ চলি জয় করি জীবনকে তবেইনা মিলবে পথ জয়ী হবে প্রেম আর যুদ্ধ আমরা প্রতিনিয়ত করি তার, কষ্টকে জয় করি পরম আপনে জয় করি ভালোবাসা যেখানে মিলিয়ে দেয় সঠিক পথ।