চাওয়ার কি আর শেষ আছে, সব চাই এটা ওটা চাই শুধু চাই আর চাই! সব চাওয়া যদিও পূরণ হতে নেই; সব চাওয়া পূরণ হলে পরাজিত হওয়ার আশংকা থাকে।
তুমি যখন বলো কি চাই? তখনতো প্রশ্ন জাগে কিন্তু উত্তর পাই কোথায়! যখন তুমি বলো কি চাও? বলেছি সব চাই, যা আছে তোমার দেবে কি; স্বপ্ন চাই জীবন জয়ের গান, মোটাভাত সোনালী ফসল একখানা উঠান দেখিনা জানালা, দেবে এইসব।
চাওয়া গুলো কি বড়ো কঠিন কিছু? যদি প্রশ্ন করি; হে নদী হে প্রাণপ্রিয় সখী অনাবিল চাওয়া পাওয়া মিলিয়ে দেয় প্রগাঢ় ভালোবাসা চলমান জীবনে এখানে তুমি আছো আছে তোমার সমস্ত।
অবিনাশী প্রেম জাগানিয়া স্বপ্নে এসেছিলো আগত দিন সোনালী, সূর্যের আলোয় মিলিয়ে দিতে- বলেছিলো ভালোবাসো সুখী হবে, মেলায় স্বপ্ন নানা রঙে এইতো আমাদের চাওয়া পাওয়ায়।