গতরাতে ঝড় উঠেছিল
ভয়ে কেঁপে উঠেছি থরথর
এ আবার কোন ঝড়?
প্রথম রাত মধ্য রাত
ভয় আমাকে ভয়ে রেখেছে..!
কাঁপছি থরথর..
শেষ রাত কখন যে ঘুমিয়েছিলুম
ঘুম আজ এলো কী লুকিয়ে লুকিয়ে
এতদিন ঘুম ডেকেছি প্রার্থনায়
আসতেই চাইতো না ঘুম!
সকালে যখন ঘুম ভাঙলো
এখনো ভয় বুক কাঁপছে
ধুকধুক..
গতরাতে ঝড় তাহলে কি আমাকে
লন্ডভন্ড করেছে?
ভয়েই আছি অনেক ভয়।
স্নান ঘরে যাওয়ার আগেই
আয়না আমার সামনে এলো-
আর বললো:
মনমাধুরী আমার দিকে তাঁকাও;
আমি মাথা ঘুড়ালাম
আয়নার চোখে চোখ রাখতেই.!
আয়না বললো:
কাল রাতে যে ঝড় উঠেছিল হৃদয়ে তোমার
সে ঝড়টা ছিল প্রশান্তির
তুমি তোমার মুখটা ভালো করে দেখো ;
তাহলেই বুঝবে....।।