অতঃপর
সব শেষ হয়ে গেলো
সন্ধ্যা এলেও রাতের ভয়
গিলে খেলো সমস্ত বিশ্বাস
চুষে গিলে অতঃপর সব
শেষ,
নিগূঢ় কালো অমাবস্যা যেন
সব গিলে ফেলছে প্রতিমুহূর্ত।


এখানে জ্বলন্ত আগুন
পুড়িয়ে দেয় আগত স্বপ্নকে
মুক্তি এখানে বন্দিনী
মানুষ যদি পশু হয়ে যায়
তাকে তুমি এবং তোমরা
মানুষ বলে চালিয়ে দিতে
চাইলেই কি দুঃস্বপ্ন ভুলিয়ে
দেয়া যায়।


অতঃপর সব শেষ হয়েও
তার হয়না শেষ
স্বপ্ন এখানে বিক্রি হয়ে
যায়নি, যদিও ভূলুণ্ঠিত
মানবতা আর চেতনা এখন
যে অচেতন।