এখানে স্বপ্নগুলো পুড়ে যায় মুক্তির বদলে শৃংখল, এখানে
পরাজিতরা আস্ফালন করে, রাতের চাঁদকে ঢেকে দেয় অমাবস্যায়।
পরাজিতরা যখন জয়ী ভাবে তখনতো কষ্ট হয় জয়ীদের,
মুক্ত বুদ্ধি বন্দি রেখে
এ কোন শিক্ষায় গড়তে আয় এই সমাজ।
মুখ বুজে সব মেলে নিলে জয়ী হয় অন্ধকার, তারুণ্য বিপদগামী হলে তোমরা যারা ভাবছো দেখি কি হয় তার বড্ড বেশি ভুল করছো! সময় চলে
গেলে তখন আর জেগে উঠে লাভ হয় কি?
যে স্বপ্ন বুকে নিয়ে একদিন স্বপ্ন দেখে মুক্তি এনে দিয়েছিল
সেইসব বীর তারা তোমাদের দেখে কষ্ট
পায়, বুকে একবুক চাপা কষ্ট নিয়ে তাদেরও হতাশা গ্রাস
করে এ কথা ভেবে দেখোছো কি কখনো।
আলো আধারের এই খেলায় আর কত সব মেনে নিবে তোমরা নাকি তোমরাও বিক্রি
হলে মোটা দামে? প্রতিদিন প্রশ্নের জন্ম হয় কিন্তু উত্তর কোথায়, এটা যে জানতে চায় নতুন প্রজন্ম।
এখানে স্বপ্নগুলো পুড়ে যায় মুক্তির বদলে শৃংখল, এই শৃংখন ছিড়ে বেড়িয়ে আসতে হবে পথে যে পথ দেখাবে আলো সোনালী সূর্যের ডাকে জেগে উঠতে হবে তবেই মিলবে মুক্তি, পরাজিত হবে অন্ধকার যেখানে জয়ী মানুষ মুক্তির চির আনন্দে।