তোমাকে দেখার পরে
ক্লান্তি গিয়েছে চলে।


অনিন্দ্য হাসিতে লুকিয়ে থাকা
খুজে নেই স্বপ্ন।


যে স্বপ্ন ভুলে গিয়েছিলাম
হয়তো দেখতে
অবিনাশী
হে প্রিয়তমা
স্বপ্ন মাখা সূর্যের সাথে
তাল মেলাতে পারিনি কোন দিন
কোন কালে!


বিরহী বাতাস স্পর্শ করি বড়ো সুখে
হয়তো ভালোবেসে!
বিরহ ভালোলাগে।


মাঝেমাঝে যদিও
ডাকাত হতে ইচ্ছে করে!
কিংবা কয়েদি;
ফেরারি হলে
ছুটে পালিয়ে দিকবিদিকশুন্য মানুষ
যদিও ডাকাত বা কয়েদি হতে পারিনি।


ভালোবাসলে কি ডাকাত হতে হয়?
নাকি কয়েদি?
আমি যে কিছুই হয়ে পারিনি!
না ডাকাত না কয়েদি!
তবে আজই কেন উপলব্ধি করি
তোমার হাসিতে লুকিয়ে কবি ও কবিতার
প্রাণের উচ্ছ্বাস।



-----


সমরিতা মেডিকেল কলেজ ও হাসপাতাল
তেজগাঁও, ঢাকা -১২০৮
০৯.১১.২০২০