তোমার কষ্টে আমি ব্যথিত হয় গ্রাস করে তোমার কষ্টগুলো, নিজের প্রতি আজকাল তুমি বড্ড উদাসী, যত্ন নেওনা শরীরের এতো উদাসী কেন? সবার কথা ভাবতে গিয়ে নিজেকেই কেন ভুলে যাও! রক্তে মাংসে গড়া এটা তোমার শরীর যন্ত্র নয়, একবার ভেবে দেখো নিজের দায়িত্ব নিজেকে নিতে হয়।


যখন তুমি বলো, তুমি ভালো নেই আমারও যে কষ্ট হয় এটা ভুলে যাও; তোমার কষ্ট আমি যে মেনে নিতে পারিনা আমারও ভীষণ কষ্ট হয় নিজেকে খুবই অসহায় লাগে! এসময় কোন কিছু ভাবতে ভালো লাগেনা, এবার নিজের দিকে তাকাও প্লিজ, অনেক স্বপ্ন দেখি তোমাকে নিয়ে তুমি ভালো থাকলে আমিও যে ভালো থাকি।


যখন তুমি বলো আজ তোমার শরীর ভালো নেই ভীষণ অসুস্থ তুমি তখন আকাশটা যেন আমার মাথার উপর ভেঙ্গে পড়ে চারদিক অন্ধকার নেমে আসে কোন কিছু ভালো একদম লাগেনা, এভাবে নিজেকে কেন ভাবো একটু চিন্তাও কি হয়না আমার জন্যে? বলবে কি তুমি? শত ব্যস্ততার মাঝে তোমাকে তোমার নিজেকে নিয়ে ভাবতে হবে, থাকবে হবে ভালো সতেজ রাখতে নিজেকে।


তুমি ভালো থাকলে যে আমি ভালো থাকি সেকথা কেন ভুলে যাও প্রিয়তমা?  কেন ভুলে যাও বলবে কি?
আমার এই অনিন্দ্য আয়োজন সবই যে তোমাকে নিয়ে, তুমিই আমার অনুপ্রেরণা আমার আশার বাতিঘর, আমার স্বপ্নের সারথি তুমিই; মনে রাখবে প্রিয়তমা তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি, আনন্দ বাতাসে অনিন্দ্যসুন্দরে।