এক.
স্বপ্নগুলো যেদিন বিক্রি
করেছি নামমাত্র দামে আর
সুখটাকেও আজ নিলামে
তুলতে চাই যদিও সুখটাকে
দেখিনি কিংবা খুঁজেও
পাইনি সবাই কি সুখ খুঁজে
পেয়েছিল।


দুই.
তোমাকে আবিষ্কার করি
নতুন রঙে ভালোবাসা সপে
দেই আমার যা আছে; সব
দিয়ে বলি প্রিয়তম গ্রহণ
করো সুখী হবে,
ভালোবাসা সে এক
অন্যরকম পাওয়া যার শেষ
বলে কিছু নেই।


তিন.
তোমাকে বলার কিছু নেই
জলনুপুর নীল শাড়িতে
অপরূপা সেজে আজ এই
শেষ বিকেলে এসেছো
সমুদ্রস্নানে সাজাতে জীবন
সুখ আর দুঃখে কর জয়।
তোমাকে কবিও দূর থেকে
দেখে লিখে যায় গান কবিতা
মনের মাধুরীমাখা উচ্ছ্বাসে
কাব্যের চিরবসন্ত কবিও
অনুভব করে চেতনা ফিরে
পায় তারই প্রিয় কবিতায়।