চাঁদের আলো এখন একটু কমে গিয়েছে
কিন্তু আমার দিকে অবিরত চেয়েই-


যদি কবি হতাম!
লিখতাম নিশ্চয়ই কবিতা, গান।


কবিরা বড্ড বেশি অভিমানী
যদিও কবিদের নিয়ে গবেষণা করিনি!
ইচ্ছেও নেই
কবিরা ভালো মানুষ
আলোকিতজন স্বজন
আমাদের জ্ঞানের দিকে ধাবিত করেন।


রাত শেষ তবুও একা
এখানে কেউ নেই উঠোনে দাঁড়ানো আমিই একা...
আর কারোই থাকবার কথা নয়।।
নীলাঞ্জনা এখনো নিশ্চয়ই গভীর ঘুমে...