নীলাঞ্জনা
বাইড়ে কি বৃষ্টি হচ্ছে আজ যে আমার বৃষ্টিতে ভেজার কথা ছিল! থেমে গেলো তবে কি বৃষ্টি; কতকাল ভিজিনি বৃষ্টির জলে, শরীর মন সবই ভিজাতাম প্রশান্তির জলে, তবে যে থেমে গেলো বৃষ্টি।


নীলাঞ্জনা
বৃষ্টি জলে ধুয়ে নিতাম শরীর যদি প্রশান্তি আসে যদি ছুঁয়ে দেয় প্রগাঢ় অনুভূতি তবে কেন থেমে গেলো আজকের বৃষ্টি? সত্যিই তবে টের পেলাম না! বৃষ্টিও ফাঁকি দেয় আমায় ঠিক কি বলি বলো তবে।


নীলাঞ্জনা
মরুময় বুকে তবে কেন তৃষ্ণা জেগে উঠে প্রশান্তি চায় শরীর মন, বৃষ্টি মানেতো সিক্ত হওয়া তৃষ্ণার জল যদি ভিজিয়ে দিতো বৃষ্টি তবে প্রশান্তিও ফিরে আসতো মনে শরীরে, উদাসী আমি না বৃষ্টি বলতে পারো।