নীলাঞ্জনা
আমাদের দেখা হয়নি তাতে কি, রোজইতো দেখি হৃদয়ের চোখ দিয়ে, শুধু কাছে নয় দূরে থেকেও ভালবাসা অনুভব করা যায় আর সেটি আমি প্রতিনিয়ত করে থাকি।


নীলাঞ্জনা
দুঃখ সুখের দোলায় প্রতিদিনই তোমাকে অনুভব করি, চোখ বন্ধ করলেই আমার সামনে ভেসে উঠো তুমি জীবনের শুভমুহুর্ত উপভোগে তোমাকেই আবিষ্কার করি কবিতার মতো এ যেন নতুন সৃষ্টি নতুন কোন কবিতা তুমি।


নীলাঞ্জনা
যখনই ভেবেছি জয় করবো দুঃখকে আর সেই সময় তোমাকে অনুভব করতেই ঠিক সামনে দাঁড়াও সেই মুহূর্তে সারথি হয়ে, জীবনকে জয় করি পরম সুখে দুখে আর তুমিতো আছো অনুভবে জয় করতে সমস্ত।