নীলাঞ্জনা
দুঃখ সুখের এই দিনান্তে তবুও মানুষ স্বপ্ন দেখে নিদারুণ কষ্ট ভুলে এগিয়ে যেতে চায়, আসে প্রেম আসে ভালোবাসা, তুমিও ঠিক তেমনি এসেছিলে, স্বপ্ন সুখের এই ঘরে এসেছিল স্বপ্ন যা যার কারণে ভুলিয়ে দিয়েছিল নিদারুণ সব কষ্ট।


অনন্ত পথ এখানে একাই জয় করা যায় কি জীবন, বলেছিলে তুমিও সেই অনন্ত পথের শেষপ্রান্তে যার অপেক্ষায় তুমি অপেক্ষা করেছো সে আজ তবে কি অনন্ত পথে একা? তাহলে কেন স্বপ্ন দেখিয়েছিলে কেনইবা বলেছিলে রইবে অপেক্ষায়।


নীলাঞ্জনা
স্বপ্ন সুখের দিনবদলের যে স্বপ্ন দেখেছিল রাঙিয়ে ছিল স্বপ্ন তবে কি সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়ে যাবে! অনন্ত পথে যে স্বপ্ন নিয়ে বেড়িয়েছিল যে প্রেমিক পুরুষ তাকে তুমি অস্বীকার করবে কেমন করে।


নীলাঞ্জনা
সব অনুযোগ মান অভিমান ভুলে তুমিও অপেক্ষা কর অনন্ত পথের শেষপ্রান্তে, সে যে বেড়িয়েছে পথে তোমাকে দেয়া কথা রাখতে, তুমি কি অপেক্ষায় রেয়েছো সেই প্রেমিকের এই মানুষটার যে তোমার জন্য বেড়িয়েছে এই অনন্ত পথে।