নীলাঞ্জনা
স্বপ্ন এবং বাস্তবতায় নিজেকে রাঙিয়ে ছিলাম তোমার ভালবাসায়, স্বপ্ন এসেছিল আমার ভাঙা ঘরে, প্রেমিক বেশে জয় করেছি প্রেম নিবেদন করেছি তোমাকে, আমার এই ঘর এই সংসার এখানে যা আছে তা নিয়েই সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখেছি, অনিন্দ্যসুন্দরে অমিত বিশ্বাসে তুমি এসো।


নীলাঞ্জনা
দুঃখকে জয় করবো মিলিয়ে সুখের জ্যোৎস্না এখানে তোমাকে আহবান করেছি, যদি আসো কোনদিন দেখবে তোমার অপেক্ষায় আমার প্রিয় ফুলগুলো গাছগুলো দারুণ সাজে সেজে দাঁড়িয়ে যদি তুমি আসো, জ্যোৎস্নাময় রাতে দেখবে ওরাও অপরূপে বরণ করবে সাজিয়ে বরণ তোমাকে।


নীলাঞ্জনা
অপেক্ষা স্বপ্ন দেখায় হয়ে যাই স্বপ্নবাজ, তুমিই আমার শেষরাতের সাহসী স্বপ্ন যে স্বপ্ন তুমিই আমায় দেখতে শিখিয়েছো, এই ঘর এই সংসার এখানে চিরবসন্তের মতো আবীর রাঙা স্বপ্ন, যদি আসো তুমি সেই স্বপ্ন সেই আবীর রঙে রাঙিয়ে ছুঁয়ে দেবো বিশ্বাস যেখানে স্বপ্ন এসে জয় করে সমস্ত অপেক্ষা।