নীলাঞ্জনা
যদি অনুমতি দাও ছুঁয়ে দেব জল,
পাহাড় ডিঙিয়ে এনে দেবো সবুজ রঙের ছোঁয়া আলপনা এঁকে দেবো
তোমার হৃদয় মন্দিরে।


নীলাঞ্জনা
যদি অনুমতি দাও আমিও না হয় কবি হব জীবনের জয়গানে লিখে যাব অবিনাশী প্রেমের কবিতা যার প্রতিটি লাইন জুড়ে থাকবে তোমারই জয়গান।


নীলাঞ্জনা
তুমিই মরুময় বুকে তৃষ্ণার জল, শেষরাতের সাহসী স্বপ্ন, শুভমুহুর্তে শুধু নও দুখের দিনের সঙ্গী
বিশ্বাসের বাতিঘর
স্বপ্ন এবং বাস্তবতায় সুখ ছুঁয়ে সুখ দেখার সারথি।