এক.  
নীলাঞ্জনা
শুকনো পাতায় সবুজবতা খুঁজে লাভ নেই, মনের সবুজ খুঁজে পেলে ওইখানে প্রেম থাকে লুকিয়ে সাদা চোখে দেখে কি বুঝতে পারা যায়।


দুই.
নীলাঞ্জনা
পতিত জমি অপেক্ষা করে লাঙলের কখন শুরু হবে চাষ কবে জন্মাবে ফসলি গাছ ভড়িয়ে দেবে সব অপেক্ষা সব তৃষ্ণা।


তিন.
নীলাঞ্জনা
অগ্নি তৃষ্ণা বয়ে চলে বুকের ভেতর
শুধু বৃষ্টির জলে মিটবেনা এই তৃষ্ণা যদি আসো যদি ছুঁয়ে দেও মন শরীর তবেইনা মিটবে তৃষ্ণা।


চার.
নীলাঞ্জনা
কবির উচ্চারিত শব্দ কবিতা আর তুমিই কবিতা প্রিয়তম কবিতা, এখানে কবি পরাজিত হয় কবিতার কাছে যখন তুমি কবির প্রথম কবিতা হয়ে উচ্চারিত হও।