নীলাঞ্জনা
প্রশান্তি আসে মনে যখন তোমাকে অনুভব করি যেমন প্রশান্তির বৃষ্টি ভিজিয়ে দেয় শরীর মন তুমিও ঠিক সেরকম! তাইতো তোমাকে অনুভব করলেই চোখের সামনে ভেসে উঠো তুমি, সমস্ত অনুভূতিতে জড়িয়ে থাকো ভালবাসার বিশ্বাসে।


নীলাঞ্জনা
যখন তোমাকে আবিষ্কার করেছি, তুমিই ছুঁয়ে দিলে বসন্ত আসে মনে প্রগাঢ় ভালবাসায় তাইতো বলি ভালবাসা যে অসীম পাওয়া যা তুমিই দিয়েছো যেন প্রিয় কোন কবিতার মতো, অনিন্দ্যসুন্দরে ভালবাসা সত্য এবং সুন্দর ভালবাসা।


নীলাঞ্জনা
অনিন্দ্য সুন্দরে যে ভালবাসা জন্ম হল তাকে নিয়েই থাকতে চাই লুকায়িত চাঁদ নয় জ্যোৎস্নার আলোয় খুঁজে নিতে চাই বিশ্বাস যা তোমাকে পেয়ে পেয়েছি, সমস্ত অনুভূতিতে থাকো কবি ও কবিতার মত এখানে আমি না হয় কবি হলাম আর তুমি না হয় কবিতা।