নীলাঞ্জনা
তোমার কণ্ঠ শুনি আমি যেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো উচ্চারিত কোন কবিতার পাঠ, অসাধারণ কণ্ঠ তোমার অনিন্দ্যসুন্দর, মায়াময় কণ্ঠে যদি সত্যিই পাঠ করতে কোন কবিতা অসাধারণ হত মন্ত্রমুগ্ধ হয়ে শুধুই শুনে যেতে ইচ্ছে করে।


নীলাঞ্জনা
কবিতার সাথে প্রেম কবির অনন্য সৃষ্টিতে আর কবিতা হল কবির হৃদয়ের উচ্চারণ ভালবাসা, আমিও কবি হতে চাই লিখে যেতে চাই অবিনাশী সব প্রেমের কবিতা।


নীলাঞ্জনা
কবি যদি হয়ে উঠি তবে তোমারই জয়গানে লিখে যাব কবিতা প্রেম আর জীবন জয়ের গানে, তুমি কি আমার কবিতা হবে? যার প্রতিটি লাইনে থাকবে আমাদের ভালবাসার কথা।


নীলাঞ্জনা
অনিন্দ্যসুন্দরে অবিনাশী হল কবিতা ভালবাসার শুদ্ধ উচ্চারণ হল কবিতা প্রেমিকের নিংড়ানো ভালবাসা আত্ম কথন হল কবিতা,
জাগ্রত চেতনার অগ্নিময় পথ হল কবিতা
কবি এবং কবিতার সম্মিলিত উচ্চারিত শব্দের উদ্ভাসিত সত্য হল প্রেম শাশ্বত ও সুন্দরে।