এক.
নীলাঞ্জনা
দ্রোহের আগুনে পুড়ে মরছি এখানে সমুদ্র সমান কষ্ট, দুঃখগুলো জয় করবো বলে ডেকে ছিলাম বলেছিলে পাশে থাকবে; এখন যে দ্রোহের আগুনে পুড়ে মরছি।


দুই.
নীলাঞ্জনা
সমুদ্র সমান কষ্ট নিয়ে তুমিই জ্বালিয়েছিলে আলো যে আলো শান্ত নদীর মতো প্রশান্তি দিয়েছিল, লুকিয়ে রাখা স্বপ্ন এসেছিল ভাঙ্গা ঘরে আমিও স্বপ্ন দেখেছিলাম।


তিন.
নীলাঞ্জনা
ছুঁয়ে যাওয়া মন অভিলাষী ভালোবাসা
বিরহী বাতাস নিয়ে
তবুও রাত আসে চুপিচুপি
কখনো তুমিও আসো-
তুমি গান গাও ভালোবাসার
আমাকে মোহিত করো অজানা শিহরণে।