গভীরতা খুঁজে পায়নি সে সুখ
অবিরত দুঃখের মাঝে
অসীম ভালোবাসা পেয়েছে কি নীলাঞ্জনা?
এখানে মিছে স্বপ্নের অপেক্ষা বাস্তবতা বড়োই কঠিন তবুও প্রেম আসে ছুঁয়ে দেয়
রাতজাগা পাখির মতো।


আগত দিনের পথ চেয়ে অপেক্ষা
শুভমুহুর্ত উপভোগে
দিনতো রাখে রাতের অপেক্ষায়
তুমিও যে অপেক্ষায় রেখে দিলে।


দেখতে চেয়ে ছুঁয়ে দেখি সুখ অবিচল যেখানে দুঃখ তবুও অপেক্ষা আর তবুও স্বপ্ন দেখা, এই নিয়েই চলে যায় জীবন
বারে অপেক্ষা যদিও সুখ আসে যাযাবরের মতো।


নীলাঞ্জনা পরাজিত হতে চাইবে কেন, জীবনকে উপভোগে সে জানে সংগ্রাম সেখানে নিয়ত সত্যি আর সংগ্রামই যে চিরন্তন সত্য
অবিনাশী সংগ্রামে নীলাঞ্জনারা কখনো কি হেরে যায়।