নূপুর আলতা পরে ঘাসে
রেখেছো পা, স্নিগ্ধ শিশির
ছুঁয়েছে তোমার লাবণ্য ছুঁয়ে
মুগ্ধতা পেলো শিশির আর
ঘাস যেন এতকাল তোমারই
প্রতিক্ষায় ছিল তুমি ছুঁয়ে
দেবে তাদের।


ভালবাসা বুঝি এমনিই কত
অপেক্ষা কত স্বপ্ন দেখা
প্রতিটি মুহূর্ত প্রতিক্ষা তবে
তুমি এলে সুনন্দিনী এইতো
ফেললে তোমার পা আমরা
তোমার প্রতিক্ষায় তুমি
এলেই মিটিয়ে দিলে
আমাদের সমস্ত চাওয়া।