বিরহ বাতাসে ভেসে আসে গন্ধ
পাগল হয় ভ্রমর!
বিরহীনি
তবুও স্বপ্ন আসে
প্রেম দাও, দাও সুধা
বিরহপীড়িত কোকিল
ক্লান্ত নয়।
সুগন্ধ ভাসে
বেড়ে যায় রক্তের প্রগাঢ়তা
ছুঁয়ে দেয় সমস্ত তোমার,
আর তুমি তখন নুয়ে পড়া লজ্জাবতী।
লুকায়িত কামনারা ভর করে
স্পর্শে পুলকিত মন তুমি এলেই গড়িয়ে পরে জল
তবুও তুমি হাসো
হেসেই যেন খলখল।