চলে যাচ্ছো
কেন চলে যাও? এভাবে চলে যাওয়া যায়না; অনেক কাজ এখনো যে বাকি তাহলে কেন চলে যাও! শুধুই শুভমুহুর্ত উপভোগে এসেছিলে বুঝি? নাকি পালিয়ে বাঁচতে চাইছো।
পালিয়ে গিয়েই যদি বেঁচে যাওয়া যেত তবেই সবাই পালিয়ে
যেত, পালিয়ে আর যাই হোক না কেন বেঁচে থাকা যায়না তাহলে কেন তুমি চলে
যাচ্ছো?
জীবন সংগ্রামে মানুষের জন্য চাই মানুষ আর মানুষের জন্য চাই সংগ্রাম,
সংগ্রামই সত্যি সংগ্রামই সুন্দর।
দিনবদলের গানে স্বপ্ন
যারা দেখে তারাও সংগ্রামী, সোনালী
ফসল ফলায় রোদ বৃষ্টিতে ভিজে তাদের
কথা কি কখনো ভেবে দেখেছো; দিনবদলের
স্বপ্ন নিয়ে পথে প্রান্তরে ছুটে বেড়ায় যে সংগ্রামী সেও মুক্তির স্বাদ দিতে স্বপ্ন দেখায় মানুষকে,
সে কিন্তু পালিয়ে যায়নি।
অবিনাশী সংগ্রামে তুমিও সামিল হও মুক্তি স্বাদ গ্রহণ করো তবেইনা বুঝবে সংগ্রামই সত্যি সংগ্রামই সুন্দর, শ্বাশত শান্তির মিছিলে তুমিও এসো জয় করো পরম সত্যিকে, পালিয়ে বেঁচে যাওয়া যায়না, ফিরে এসো এই সংগ্রামে অবিনাশী সংগ্রামই দিতে পারে মুক্তির চির আনন্দে।