অন্তহীন পথ
যে পথের শেষ নেই
এখানে নেই প্রিয় স্বজন
নেই আপনজন
আছ তুমি
যে পথের শেষে তোমারি থাকবার কথা!
অপেক্ষা সেতো তোমারি দেয়া নতুন কোন স্বপ্ন।
বিশ্বাস আছে বলেই তুমি এখনো পথচেয়ে থাক পথিকের অপেক্ষায়।
তুমি বললে সময় নেই আর অপেক্ষা নয় আর
সময় বলে শেষ হয়নি সময়! থমকে কেন যাও স্বপ্ন আছে আগামীর তাহলে ভয় কি তোমার?
জীবনের জন্য বাঁচ নাকি বাঁচার জন্য জীবনের গান গাও;
অনেক স্বপ্ন নিয়ে জন্মেছে আজ প্রথম সকাল তাঁকে তুমি আগলে রেখনা!
এগুতে হবে এই মাটিতে রেখে যাও পদচিহ্ন, যারা তোমার আগে মাটিতে পা রেখেছিল।।


১৭.০৫.২০১৭
শেষ বিকেল


চ্যানেল আই'এর সামনে