আমি পরাজিত
সংকটে আমার অস্তিত্ব
মিশে যাচ্ছি একটু একটু করে গাঢ় অন্ধকারে...
এখানে তোমার স্পর্শ কামনা জাগায় না!
অনুভুতিহীন কামনারা লুকায়িত শিল্পে চোখে চোখ রেখেও দেখিনা কিছুই
আমি পরাজিত।
নিজের কাছে নিজেই পরাজিত মানুষ অনাবিল কোন পূর্ণিমাময় রাতে ভিজেনা মন জোছনার প্লাবনে। এসোনা আর শুভময় দিনে কাছে প্রিয়তমা আমি যে পরাজিত, পরাজিত আমার অস্তিত্ব। অন্ধকারকে বড় আপন করে নিয়েছি আর কোন আলো দিতে এসোনা কাছে!
দূরেই থেকো অনেক দূরে।