তবুও পরাজিত হতে চাই, এই পরাজয়ে সত্যিই পরাজয় নেই ভালোবাসায় পরাজয় বলে কিছুই নেই, ভালোবাসার কাছে যদি পরাজিত হয়ে না থাকো তবে তাকে ভালোবাসা বলবে কি করে অবিনাশী প্রেমে পরাজয় মানে জয়ী শুধুই ভালোবাসা, পরাজিত হতে চাই এই পরাজয়কেতো পরাজয় বলেনা।


রাতের আকাশে জ্যোৎস্না যেমন ছড়িয়ে দেয় তার প্লাবন ঠিক তেমনি ছুঁয়ে যায় মন প্রগাঢ়তা উপলব্ধি করে জাগিয়ে প্রেম, এখানে তুমি প্রেমিক কিংবা প্রেমিকা জ্যোৎস্নাময়ী আলো মুগ্ধতায় ছুঁয়ে দেয় প্রেম, প্রেমিক বেশে কবি হয়ে উঠে মন বিলিয়ে দেয় ভালোবাসা, পরাজিত হলে জয় খুঁজে নেয় বিশ্বাসে প্রেম।


স্বপ্ন যেমন খুঁজে বিশ্বাস তুমিও নিশ্চয়ই সেরকম খুঁজেছিলে প্রেম জাগানিয়া গান যার প্রতিটি সুর এখানে জয় করে পরম সত্যকে, তুমি পরাজিত হলে তার কাছে যে পরাজয় সেটাই প্রেম এবং ভালোবাসা, সত্যিই বলি পরাজিত হতে চাই যে পরাজয় বন্ধন হয় বিশ্বাসে ভালোবাসায়।