অনন্ত পথ
এখানে তুমিই অবিনাশী;
কুয়াশার বৃষ্টি হলে
নষ্ট হয় প্রকৃতি, নষ্ট ফসল, নষ্ট হয় জমি
পতিত জমি
আগাছারা ঘিরে আতংকিত
সুসময় হয়ে যায় বড়ো দুঃসময়।
তোমার শুভময় অনুভূতি
জয়ী করেছে কাকে?
সময়কে উপভোগ
ছিলো সে এতো সহজ উপলব্ধি বুঝতে পারেনি প্রেমিক প্রেমিকা কিংবা প্রগাঢ় প্রেম!
সময়কে উপভোগ করতে গিয়ে
জয়ী করেছে কী
কবি ও কবিতাকে??


কখনো তুমি অবিনাশী কবিতা
বিরহ জয়ী হলে লজ্জিত পরাজয় মেনে
তুমিই পরাজিত হবে।


বিরহ জয়ী হলে
পরাজিত হবে কবি ও কবিতা।
বুঝতে পারেনি প্রেমিক পুরুষ
বুঝতে পারেনি কবিতাও।।