নিজের সাথে যুদ্ধ প্রতি মুহুর্তে
এ যুদ্ধের শেষ হয়তো নেই;
জীবন জয়ের গানে কখনো কখনো
পরাজিত হতে হয়
আমি পরাজিত।


সংসার যখন সংসার বিবাগী করে
নিজেই হতে হয় বিবাগী!
তবুও অপেক্ষা একটি স্বপ্নের
একটি সুন্দর আগামীর, একটি সুদিনের আশায় তোমাকে আবিস্কার করেছিলো
কবি তার প্রিয় কবিতায়।


পরাজয় মেনে নিজে ফিরে যেতে হয় অবিনাশী কবিতা প্রগাঢ়তা খুঁজে
ক্লান্ত হয়ে উঠে মন শরীর।


আমি না হয় তোমার কাছে
পরাজিত  সৈনিক মহারাণী
পরাজয়ের গ্লাণি নিয়ে ফিরে যাই !
সব মেতে নিয়ে চলে যেতে চাই
পরাভূত হয়ে।।