তবুও স্বপ্ন আসে আসে ভাঙা ঘরের ফুটো দিয়ে রাতের চাঁদ স্বপ্ন এবং বাস্তবতা মাঝে তুমিও এসেছিলে জাগাতে চেতনা আমাদের বিপ্লবে।
তবুও স্বপ্ন দেখতে ইচ্ছে করে নিদারুণ সব কষ্ট ভুলে জয় করতে তোমাকে ছুঁয়ে দেখার অনবদ্য ইচ্ছা জেগে উঠে মনে ভালোবাসা পেতে সুখ খুঁজে সুখ ছুঁয়ে দেখার।
তুমি যখন এসেছো প্রেমময় বুকে তবে কেন দূরে সরিয়ে দিলে! অবিনাশী প্রেমে পরাজয় বলে কিছুই নেই।