আমার কষ্ট  হয় তুমি যখন বলো
আমার লেখা কষ্ট দেয়, স্পর্শ করে তোমাকে;
সব লেখা তোমার জন্য নয়-
লিখিনা সব লেখা তোমার জন্যও।
আমার লেখা পূর্ণিমা সুজাতা এবং সিমি'র জন্য।
যারা অসহায় বঞ্চিত নির্যাতিত
আমার কবিতা সেইসব প্রতিবাদী যুবক
নিজের জীবন উৎসর্গ করে বিজয় ছিনিয়ে আনে দেশ মাতৃকার সংগ্রামে ।
আমার কষ্ট হয় যখন তুমি বলো-
আমার কবিতা তোমাকে কষ্ট দেয়।
আমি লিখি পূর্ণিমা রাতে আলোকিত করতে তোমাদের।
সারা রাত জেগে স্মরণ করবো
আমাদের সেই কালোরাত্রি
২৫ মার্চ ১৯৭১
১৪ ডিসেম্বর
২১ ফেব্রুয়ারি
আমার ভাইয়ের রক্তে গড়া।
আমার কবিতা তাদের জন্য নয়
যারা অপরাধী-
সেই রাজাকার
সেই নরঘাতক
সেই পিশাচ
যে হত্যা করলো প্রিয়তম পিতাকে।
আমার কবিতা প্রতিবাদী যুবক
রাজপথের সাহসী শ্লোগান রক্তমাখা পোষ্টার।
আমার কবিতা মুক্তিযুদ্ধের
বঙ্গবন্ধু'র ৭ মার্চ
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"


আমার কবিতা হয়তো কখনো তোমার হৃদয় ছুঁতে পারবেনা
পারবেনা প্রিয়তমা ভালবাসার ছলনায়।।