শিশির সিক্ত জমি পরে থাকে দিনের পর দিন
অপেক্ষায় থেকে থেকে চলে যায় দিন মাস!
তবুও অপেক্ষা
কখন আসবে সেই সময়
আর যে অপেক্ষা আর ভাল লাগেনা সিক্ত জমির
একা সময় যেতেই চায় না!
জমি স্বপ্ন দেখে
সাজায় মন মাধুরী দিয়ে কখন আসবে লাঙ্গল চাষ করতে;
ছূয়ে ছুঁয়ে দেবে সমস্ত ভালবাসা ।


লাঙ্গল ধার দেয় ফলাতে
চকচক করে উঠে ফলা
যেন রোদের ঝলক সূর্যের
ভোরের সূর্যে উঠার আগে আজ লাঙ্গল   তৈরি
সিক্ত জমিতে চাষ করবে
বুনতে ফসল ;
লাঙ্গল চোখ বন্ধ করে হাসে আর স্বপ্নে বিভর হয়।


শিশির সিক্ত জমি আর অপেক্ষা করতেই  চায়না
কখন আসবে সে?


লাঙ্গল আসে তৃষ্ণার্ত হয়ে
চুষে নেবে সব সিক্ত জমির
পা'রাখে সিক্ত জমিতে
চাষ শুরু করে
আর অপেক্ষার প্রহর শেষ হয়
সিক্ত জমির।


তারপর আসে জমিতে ফসল
সারামাঠ ভরে যায় সোনালী ফসলে
সেদিকে তাকিয়ে হাসে লাঙ্গল আর জমি।।